আপনারা এই যে ছবিটা দেখছেন এনার নাম অজিত মান্না । এনার বাড়ি পশ্চিম মেদিনীপুর থানার অন্তর্গত দাসপুরের বারাসাত এ। এনাকে গতকাল 14 ই ফেব্রুয়ারি সকাল 11 টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনি সামান্য মানসিক প্রতিবন্ধী। এনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই ওনার বাড়ির লোক ভীষণ চিন্তায় ও উৎকণ্ঠায় রয়েছেন। যথাসম্ভব ওনার বাড়ির লোক ওনাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছেন। তাই আপনাদের কাছে একান্ত ভাবে অনুরোধ কেউ যদি এনাকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করে জানাবেন 7207608041 , 9346250166 । এবং এই খবরটিকে বেশি বেশি শেয়ার করুন ওনাকে খুঁজে পাওয়ার জন্য সাহায্য করুন।
Tags
Ghatal