Coronavirus সচেতনতা সম্পর্কে মনসুকা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান রাত্রি পণ্ডিত সাতিক মহাশয়া যে বার্তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন সেটি নিম্নরূপ.....
গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে আমার বিনম্র অনুরোধ ------ আপনারা তৃণমূল, বিজেপি, সিপিএম বা অন্য যেকোন দলের আদর্শে বিশ্বাসী হন না কেন, এই মুহূর্তে আমার, আপনার, আমাদের সবার কাজ একটাই - নিজেরা যাতে নিরাপদে থাকতে পারি, তার ব্যবস্থা করা।
এর জন্য শুধু সরকার বা সরকারি দপ্তরের প্রচেষ্টা যথেষ্ট নয়! যেখানে 35 হাজার লোক পিছু একটি মাত্র বেড পাওয়া যায়, সেখানে আক্রান্ত হলে আমাদের অবস্থা কী হতে পারে, সেটা বোঝার ক্ষমতা প্রত্যেকেরই আছে।
তাই বাইরে থেকে আসা প্রত্যেকটি ব্যক্তি কে আমাদের নজরে আনুন। তারা যে বাইরে বেরিয়ে মেলামেশা করছে না, বাইরের জিনিসপত্র ব্যবহার করছে না, দোকানপাট যাচ্ছে না, সেটা নিশ্চিত করুন। যদি কথা না শোনে, আবারও বলছি, তৎক্ষণাৎ আমাদের (কুইক রেসপন্স টিম) জানান।বাইরে থেকে আসা কোন একটি ব্যক্তির দেহে যদি করোনাভাইরাস থেকে থাকে, কয়েকদিনের মধ্যে আমাদের অধিকাংশ লোকই আক্রান্ত হবে। আমাদের প্রিয় গ্রাম পঞ্চায়েত এলাকা চোখের সামনেই বিধ্বস্ত হয়ে যেতে পারে। তাই আমি যে পদে অধিষ্ঠিত আছি সেখান থেকে আমি কোন মতেই চুপ করে দেখতে পারি না। আপনারা সচেতনভাবে নিয়ম লঙ্ঘনকারীদের আমাদের নজরে আনুন, নিজেরা সচেতন হন, সরকারী নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলুন।
পুনরায় বলছি, কোনভাবেই বহিরাগত ব্যক্তিদের বাড়ির বাইরে বের হতে দেবেন না। তাদেরকে বলুন, দরকার হলে বারবার বলুন, বাড়ির মধ্যে আপাতত 14 দিন থাকতে। ওই 14 দিনের মধ্যে তাদের কোন রকম সমস্যা না হলে, তারা সহজেই বাইরে বেরোতে পারবেন। কোন অসুবিধা থাকবে না।
আসুন, দলমত নির্বিশেষে আমরা একই গ্রাম পঞ্চায়েতের অধিবাসী হিসেবে, রোগের বিরুদ্ধে লড়াইটা একযোগে করি।
.......রাত্রি পন্ডিত সাতিক,
প্রধান,
Tags
Health