গতকাল রাত্রে প্রচুর শিলা বৃষ্টির কারণে পাকা ধানে মই দেওয়া হয়ে গেল। আজ সকালে চাষীরা সকালে ধান দেখতে গিয়ে অনেকেই কেঁদে ফেললেন।
সব জমির ধান পেকে গিয়েছিল । এবার ধান হয়েছিল খুবই ভালো আর কয়েক দিন পর জমির ধান কাটা শুরু করবেন কৃষকরা কিন্তু শিলাবৃষ্টি সব তছনছ করে দিয়ে চলে গেল। করোনা ভাইরাস এর কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাবে না । তাই কৃষকরা নিজ নিজ জমির ধান পরিকল্পনা করেছিলেন। কিন্তু আজ সকালে ধান দেখতে গিয়ে দেখলেন অধিকাংশ ধান ঝরে গিয়েছে। খড়কপুরের কৃষক এক কৃষক বলেন ধান কাটলেও তার ধানের খরচ উঠবে না । এমনিতেই করোনা ভাইরাস এর কারণে মানুষ অন্য কোন কাজ করতে পারছেন না । এক দিকে তেমন হাতে মেরে গেল ভাইরাস । তার উপর ধানের শিলাবৃষ্টি হয়ে যেন পাতে মেরে গেল প্রকৃতি। এবার কি করবেন কৃষকরা হা হুতাশ করা ছাড়া কিছুই করার নেই।