ভিগো ভিডিওতে মেতে উঠেছেন অনেকে। এই ভিডিও গুলো ১৫সেকেন্ড করে হয়ে থাকে । নাচ, গান, হাসির প্রভৃতি ভিডিও তৈরি করে ভিগো এপস এ আপলোড করেন। অনেকেই ফেমাস হতে চান আবার অনেকে টাকা পান। সোশ্যাল মিডিয়ায় নিজেকে উপস্থাপন করার জন্য বা অন্য কারনে যারা মনসুকা স্কুলের ভিতরের ছবি নিয়ে Vigo Video করছেন তাঁদের কে এটা বন্ধ করার আহ্বান জানিয়েছেন স্কুলের প্লাটিনাম জয়ন্তী উৎসব কমেটির হেভিওয়েট এক সদস্য। যারা ভিগো করছেন তাদের সতর্ক করেছেন তিনি । স্কুলের ছবি দিয়ে এই ধরনের ভিডিও করা যাবে না। স্কুলের ঐতিহ্যকে অক্ষুন্ন রাখার জন্য এই ধরনের ভিডিওতে স্কুলের কোন ছবি দেওয়া যাবে না।
Tags
Ghatal