অবধুত দেবী দাস মহারাজের , মানব সেবা দল সংগঠনের পক্ষ থেকে এই মহামারীর সময় ত্রাণসামগ্রী বিতরণ করছেন মনসুকা সহ তার পার্শ্ববর্তী গ্রামগুলোতে। মনসুকার কয়েকজন কর্ম উদ্যোগী ও সমাজসেবী যুবকের নিরলস প্রচেষ্টায় এই মহৎ কার্য সম্পন্ন হচ্ছে। এনারা হলেন অরূপ সামন্ত , প্রদ্যুৎ শাসমাল , সন্দীপ রানা , আশীষ কর , অপূর্ব মাজি। এনাদের নিরলস প্রচেষ্টা ও সহায়তায় , সরকারি বিধিনিষে মেনে সামাজিক ব্যাবধান রেখে , শুভ নববর্ষ শুভরাম্ভে মানসুকার বিভিন্ন স্থানে কিছু খাদ্য সামগ্রী অসহায় / নিরুপায় দুস্থদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী।
দেশের এই মহামারী পরিস্থিতির সময় , সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাড়ীর থেকে না বেরনোর জন্য বিশেষ অনুরোধও করা হয়। প্রথম দিন কিশোরচক রসিকপুর হরিশকুন্ডু তিনটি এলাকায় তান সামগ্রী পৌঁছে দিলেন দেবী দাস মহারাজের মানব সেবা সংস্থা মনসুকা শাখা। আগামী দিনেও তাঁদের , পাশে থাকার আশ্বস্থ করা হয়। (চিত্র এবং তথ্য পাঠিয়েছেন সন্দীপ রানা মহাশয়। )
দেশের এই মহামারী পরিস্থিতির সময় , সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাড়ীর থেকে না বেরনোর জন্য বিশেষ অনুরোধও করা হয়। প্রথম দিন কিশোরচক রসিকপুর হরিশকুন্ডু তিনটি এলাকায় তান সামগ্রী পৌঁছে দিলেন দেবী দাস মহারাজের মানব সেবা সংস্থা মনসুকা শাখা। আগামী দিনেও তাঁদের , পাশে থাকার আশ্বস্থ করা হয়। (চিত্র এবং তথ্য পাঠিয়েছেন সন্দীপ রানা মহাশয়। )