মনসুকা দক্ষিণ খড়কপুর সহ বিভিন্ন স্থানে বহু দুঃস্থ মানুষদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন মনসুকা এল ডি ফোর্স ক্লাব।
একটি ফোর হুইলার এ করে এলডি ফোর্সের সদস্যরা এসে এলাকার দুঃস্থ মানুষের কাছে ত্রান পৌঁছে দিচ্ছেন। গতকাল আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঘাটালে তিনি হলেন রানী এম্বুলেন্সের চালক।
এরপরই আরো কড়া করা হচ্ছে লকডাউন এর নজরদারি । স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সরকারি নির্দেশ অনুযায়ী পালনীয় বিষয় গুলি বুঝিয়ে দিচ্ছেন। এমতাবস্থায় দুঃস্থ মানুষদের প্রয়োজনীয় খাবারের যোগান এর উদ্দেশ্যে মনসুকা এল ডি ফোর্স এই ত্রাণ সামগ্রী পেয়ে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন।
একটি ফোর হুইলার এ করে এলডি ফোর্সের সদস্যরা এসে এলাকার দুঃস্থ মানুষের কাছে ত্রান পৌঁছে দিচ্ছেন। গতকাল আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঘাটালে তিনি হলেন রানী এম্বুলেন্সের চালক।
এরপরই আরো কড়া করা হচ্ছে লকডাউন এর নজরদারি । স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সরকারি নির্দেশ অনুযায়ী পালনীয় বিষয় গুলি বুঝিয়ে দিচ্ছেন। এমতাবস্থায় দুঃস্থ মানুষদের প্রয়োজনীয় খাবারের যোগান এর উদ্দেশ্যে মনসুকা এল ডি ফোর্স এই ত্রাণ সামগ্রী পেয়ে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন।
Tags
Health