প্রিয় ছাত্র ছাত্রীরা পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে শুরু হলো অনলাইন শিক্ষা ব্যবস্থা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বাড়ির কাজ দেওয়া হয়েছে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বাড়ি থেকে তাদের হোম টাক্স করে নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দেখাতে হবে। এই নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদ এর শিক্ষা পোর্টালের মাধ্যমে নির্দেশ করা হয়েছে
প্রতিটি ছাত্র-ছাত্রীদের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত হোম টাক্স গুলি তুলে ধরা হলো।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
। ষষ্ঠ শ্রেণি নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে
নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :
১ . বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ ? - কে , কাকে একথা বলেছেন ? তাঁর একথা বলার কারণ কী ?
২ . তাই তারা স্বভাবতই নীরব । - বক্তা কে ? কাদের সম্পর্কে , কেন তিনি একথা বলেছেন ?
৩ . বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস । - কোন্ রচনার অংশ ? কাদের সম্পর্কে আলােচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন ? তাঁর এমন মন্তব্যের কারণ কী ?
৪ , “ আচল পেতে বিশ্বভুবন ঘুমােচ্ছ এইখানে । — কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও ।
৫ . বরফের দেশের পাইনগাছ মরুভূমির পামগাছের স্বপ্ন দেখেছে কেন ?
৬ . ব্যুষ্পত্তিগত অর্থ বলতে কী বােঝায় ?
৭ , সিদ্ধ মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগােল । ষষ্ঠ শ্রেণি নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১ . চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও ।
২ . “ পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতাে যুক্তি সহকারে বক্তব্যটির ব্যখ্যা দাও ।
৩ . একটি বৃত্ত অঙ্কন করে পাঁচটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানসহ চিহ্নত করাে ।
৪ . তােমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করাে ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
পরিবেশ ও ইতিহাস ।
ষষ্ট শ্রেণি অধ্যায় - ১ . ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ । ২ . ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ।
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১ . আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের একটি সচিত্র বর্ণনা দাও ( ৫০ / ৬০ টি শব্দে ) ।
২ . ধাতু , চাকা , আগুন – এই তিনটির মধ্যে কোনটিকে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার বলে তুমি মনে করাে ? ( দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও ।
৩ . মনে করাে তুমি প্রাচীনকালে হরপ্পা সভাতার গুরুত্বপুর্ণ শহর হরপ্পায় গেছে । সেখানে গিয়ে তুমি কী কী দেখবে তার একটি চার্ট বানাও ।
৪ . নীচের কোন কোন কারণগুলি সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে উঠার জন্য প্রযােজ্য ছিল ? ( টিক চিহ্ন দাও ) - ক ) সিন্ধু নদী থেকে পানীয় জল পাওয়া যেত । খ ) সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিলাে । ( গ ) সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হতাে । ( ঘ ) সিন্ধু নদী অববাহিকায় প্রচুর লােহা পাওয়া যেত ।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
গনিত
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১ . 7994424 - এই সংখ্যাটিতে তিনটি 4 - এর স্থানীয় মানগুলির সমষ্টি নির্ণয় করাে ।
২ . একটি ঘূলকোণী ত্রিভুজ আঁকো যার দুটি বাহু দৈর্ঘ্যে সমান ।
৩ , এটি বর্গাকার তৈরির জন্য এটি দেশলাই - এর কাঠি , 2টি বর্গাকার তৈরির জন্য 2 x 4 টি দেশলাই - এর কাঠির প্রয়ােজন । এইভাবে nটি বর্গাকার তৈরির জন্য মােট কাঠির সংখ্যা কতাে হবে ? এই সংখ্যাটির ধ্রুবক এবং চল লেখাে ।
৪ . একটি ছবি আঁকতে সমীরের । ঘণ্টার :২/৫ অংশ এবং মিতার ওই ছবি আঁকতে । ঘণ্টার ৫/১২ অংশ সময় লাগলে , কে কত মিনিট সময় নিয়েছে ? কার কত বেশি সময় লেগেছে ?
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও বিজ্ঞান |
ষষ্ঠ শ্রেণি ।
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১ . ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখাে ।
২ . রাসায়নিক পরিবর্তন ঘটলে কী কী দেখে / অনুভব করে তা বােঝা যেতে পারে ?
৩ . মৌটুসী কীভাবে পরাগমিলনে সাহায্য করে ?
৪ , বাড়িতে দই তৈরি করার জন্য কী কী করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করাে ।
Tags
Other