মনসুকা থেকে ফতেপুরের বাঁধ পর্যন্ত রাস্তার করুণ অবস্থা। এই রাস্তাটি মাধ্যমে মনসুকা বা পার্শ্ববর্তী গ্রামের সাথে হুগলির আরামবাগের যোগাযোগ রক্ষার একটি অন্যতম রাস্তা ।
এই রাস্তা বন্যা হলেই ডুবে যায় । সরকারের পক্ষ থেকে সারানো হয়ে থাকে। মাটির কাঁচা রাস্তার উপর কখনো মোরাম দেওয়া হয় আবার কখনো না । স্থানীয় মানুষের বহুদিনের দাবি এই রাস্তাটি পাকা হোক। কিন্তু তা আজও হয়নি।
তাই ফি বছর বর্ষায় রাস্তার করুণ অবস্থা দেখা যায় । যার ফলে বর্ষার সময় ঐ রাস্তায় উপর দিয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে।
Tags
Ghatal