আজ সকালে মনসুকার পার্বতীচক এর বাসিন্দা ষড়োশী কুঁতি ৯কেজি ৫০০ চিতল মাছ ধরলেন। তিনি আজ সাকালে ঝুমি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি ৯কেজি৫০০ চিতল মাছ পেয়ে ভীষণ খুশি হয়েছেন । কেজি প্রতি ৫৫০টাকা করে তিনি কেটে বিক্রয় করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য করা যায় যে গত বছর ঝুমি নদীতে পার্বতীচকের এক ব্যক্তি ১৭কেজি কাতলা মাছ পেয়ে ছিলেন ।