দিদিমণি রোজ স্কুটি করে আসে আমার গ্রামে
সেই যেখানে সবুজ শ্যামল শান্তি আসে নেমে
মানুষ সকল চাষের ক্ষেতে কিংবা মেঠো রাস্তায়
দ্যাখা হলেই মিষ্টি হাসি ভালো আছেন সবাই
এবার শীতে চাষের ক্ষেতে সর্ষে ফুলের মেলা
দ্যাখে সবাই দিদিমণি'র সেল্ফি সেল্ফি খ্যালা
বন্যা এলেই মনটি ভারি , ঝুমি ওঠে ক্ষেপে
নৌকো করে পার হতে হায় শরীর ওঠে কেঁপে!
হঠাৎ যদি ভেসে যায় ভীষণ স্রোতের তোড়ে
এ সব ভেবেই কত কথা লিখলে ম্যাসেঞ্জারে -
তোমাদের ঐ সহজ গ্রাম আমার ভীষণ প্রিয়
শুধু মনসুখাতে ঝুমি'র উপর ব্রিজটা করে দিয়।
কবি- সুশান্ত আদক
Tags
Literature