অতিমারীর আবহে অর্থনীতির চাকাকে সচল রাখতে তিম মাসেরও বেশি সারা দেশে টানা লকডাউন চালানোর পর ১লা জুন থেকে আনলক পর্ব শুরু করেছিল কেন্দ্র। তার দ্বিতীয় দফা বা আনলক টু পর্ব শেষ হচ্ছে শুক্রবার ৩১ শে জুলাই। তার আগে বুধবার আনলক থ্রি পর্বের বিস্তারিত নীতি নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে করোনা সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী হলেও পরিস্থিতি এখন স্বাভাবিকতা থেকে বেশ কয়েক যোজন দূরে।
তাই সামান্য কিছু পরিবর্তন ছাড়া আনলকের তৃতীয় পর্বেও দ্বিতীয় ধাপের মতো প্রায় সবরকমের বিধি নিষেধ বলবৎ থাকছে। ৩১শে আগষ্ট পর্যন্ত চলা এই পর্বেও বন্ধ থাকছে ট্রেন, আন্তর্জাতিক বিমান, মেট্রো চলাচল,সিনেমা হল,বার, সুইমিং পুল, সিনেমা হল, বিনোদন পার্ক, অডিটোরিয়াম।সব রকমের সামাজিক,ধর্মীয়, রাজনৈতিক জমায়েত বন্ধ রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বিধি ও কনটেইনমেন্ট এলাকায় কঠোর ভাবে লকডাউন বজায় রাখতে রাজ্য সরকারগুলোকে বলা হয়েছে।
তবে নিজেদের মূল্যায়নের ভিত্তিতে কনটেইনমেন্ট জোনের বাইরেও কোনও গতিবিধিতে বিধিনিষেধ জারি করার ব্যপারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তবে এই পর্বে তুলে নেওয়া হয়েছে নাইট কারফি্উ। পাশাপাশি জিমন্যাসিয়াম ও যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র গুলোকেও সুরক্ষা বিধি মেনে ৫ই আগষ্ট থেকে খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে।
Tags
Health