রাস্তা যখন রাস্তা থাকে না তখন দেখা যায় রাস্তার উপর ইট ,বালি, চিপস্, আবার কখনো মেলা থাকে ধান । আবার কখনো বসে যায় আস্ত বাজার হাট। যদিও এসব সরকারি নির্দেশের বিরুদ্ধে।
আজ এমনই একটি রাস্তার কথা তুলে ধরেছেন ঐ রাস্তার নিত্য যাত্রীরা। সেই রা'স্তা'টি হল মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফতেপুর গ্রা'মে'র রাস্তা। এটি হুগলি জেলার সাথে যােগাযােগের একটি ব্য'স্ত'ত'ম রাস্তা। কিন্তু স্থানীয় প্রতিবেশীরা প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত গােরু ছা'গ'ল বেঁ'ধে রাখেন। এই সব সরিয়ে তাড়িয়ে যাতায়াত করা নিত্য যাত্রীদের প্র'চ'ন্ড স'ম'স্যা'র সৃষ্টি হয়। এর ফল স্বরূপ এক্সিডেন্টের মতাে ভয়াবহ ঘটনাও ঘটছে প্রায় সময়।
গােরুর গােবর ও মূত্র পড়ে সদ্য তৈরী হওয়া রাস্তাটিরও ভীষণ ক্ষতিও হচ্ছে। নিত্য যাত্রীসহ অন্য কেউ প্রতিবাদ করতে গেলে তাদের নানা রকম গাল মন্দ শুনতে হয় গরু ছাগলের মালিকের কাছ থেকে। সাধারণ নিত্য যাত্রীরা প্রশ্ন তুলেছেন এটা রাস্তা নাকি গোয়াল ঘর। বিষয়টা কি ফতেপুরের সচেতন মান স্থানীয় প্রশাসন প্রতিনিধির দৃষ্টি গোচরে আসছে না? এ প্রশ্ন তুলেছেন নিত্য যাত্রীরা।
Tags
Ghatal