মনসুকার পার্বতীচকের সাঁতরা পাড়ায় এক বছর ৩৫- এর যুবকের করোনা পজেটিভ ধরা পড়ল। শালবনী করোনা হাসপাতালে চিকিৎসাধীন (সূত্র ঘাটাল নেট)।
তবে ঐ ব্যক্তি বাড়িতে থাকতেন না । উনি বর্ধমানে সোনার কাজ করতেন বলে জানা গিয়েছে । সেখানেই অসুস্থ হওয়ার পর বাড়ি ফিরে আসেন।
পার্বতীচকের ঐ এলাকার রাস্তা সিল করে দেওয়া ও ঐ এলাকা স্যানিটাইজ করার ব্যবস্থা গ্রহণ করলেন মনসুকা ১গ্রাম পঞ্চায়েত এবং আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের ১৪দিন আইসোলেশনে রাখা হবে বলে জানা গিয়েছে।
মনসুকার করোনা ধরা পড়েছে তাই মনসুকা বাসিদের আরো সচেতন ভাবে সামাজিক মেলামেশা করতে হবে। মাক্স ও স্যানিটাইজার ব্যবহার অন্যান্য নিয়মবিধি মেনে চলা খুবই প্রয়োজন। (ছবি প্রতিকী.)।
Tags
Health