বিশিষ্ট সি'পি'আই'এম নেতা, প্রাক্তন সাং'সদ নিখিলানন্দ সরের জীবনা'বসান হয়েছে। বয়স হয়েছিল ৮৫ ব'ছ'র। গতকাল ভোরে বর্ধমান শহর সং'ল'গ্ন হটুদেওয়ানের বাড়িতে তাঁর মৃ'ত্যু হয়। তিনি বেশ কিছু দিন ধরে বা'র্ধ'ক্য জনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর জ'ন্ম স্থান পূর্ব বর্ধমানের মঙ্গল'কোটের নি'গ'নে। ১৯৫৮ সাল থেকে বাম আন্দোলনের সংগে যু'ক্ত ছিলেন ।
১৯৬৯, ৭১, ৭৭, ৮২, ৮৭ সালে মঙ্গল'কোট থেকে বি'ধা'য়'ক নির্বাচিত হন, ১৯৯৫ সালে অ'বি'ভ'ক্ত বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন। ১৯৯৯ ও ২০০৪ সালে বর্ধমান লোকসভা থেকে সাংসদ স'দ'স্য হন। মাঝে তিনি তন্তুশ্রীর চে'য়া'র'ম্যান পদেও ছিলেন। কৃষক আন্দোলনে গু'রু'ত্ব'পূর্ণ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দলের কর্মী সমর্থকদের মধ্যে শো'কে'র ছায়া নেমে এসেছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আজ তাঁর বাড়িতে আসেন প্রা'ক্ত'ন সাংসদ সাইদুল হক, প্রাক্তন বি'ধা'য়'ক সাজাহান চৌধুরীসহ দ'লে'র অন্যান্য নেতা ক'র্মী'রা।
Tags
Political