ঘাটাল এলাকায় ক্রমাগত করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। যার ফলে মনসুকার বাজার গত সাতদিন দুপুর একটার পর থেকে রাত্রি পর্যন্ত লকডাউন চলছিল। মনসুকায় করোনা পজিটিভ ধরা পড়ার পর প্রশাসন তড়িঘড়ি এই ব্যবস্থা গ্রহণ করলেন যে সামনের সাত দিন (অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ) আজ দুপুর একটার পর থেকে রাত্রি পর্যন্ত অর্ধ দিবস লকডাউন থাকবে । এই সাত দিনের মধ্যে যে দিনগুলি রাজ্য সরকার দ্বারা ঘোষিত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে সেই দিনগুলি রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সম্পূর্ণ লকডাউন থাকবে, বাকি দিনগুলি অর্ধদিবস লকডাউন থাকবে মনসুকা বাজার।
Tags
Health