Posts

Showing posts from August, 2020

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন খাসবাড়ের এক জন

Image
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পুলক প্রধান নামে এক ব্যক্তি। এনার বাড়ি খাসবাড়ের মনসা তলার নিকট। ইনি জলগাও তে সোনার কাজ করতেন এবং সপরিবারে জলগাওতে থাকতেন। আজ ভোর চারটার সময় জলগাওতে পরলোকগমন গমন করেছেন বলে জানা গেছে। ছবিতে মাঝের ব্যক্তিটি পুলক বাবু ।

রাজ্যো গত ১৩ আগষ্ট এর করোনা আপডেট

Image
গত ২৪ ঘ'ণ্টায় রাজ্যে নতুন করে আরও দুই হাজার ৯৩৬ জন ন'ভেল করোনা ভাই'রাসে সং'ক্রমিত হয়েছেন। এই নিয়ে রাজ্যে ক'রোনা সং'ক্রমিতের মোট সংখ্যা বেড়ে দাঁ'ড়ালো এক লাখ ৪ হাজার ৩২৬। আরো ৫৪ জন ক'রোনা আক্রা'ন্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় ১৯ ও উত্তর চব্বিশ পর'গনার বিভিন্ন হাস'পাতালে ১৩ জন মারা গি'য়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃ'তের সংখ্যা বে'ড়ে হল দুই হাজার ২০৩ জন। যার মধ্যে ৯৯৯ জন কল'কাতার বাসিন্দা। বর্ত'মানে ২৬ হাজার ৩ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন, দুই হাজার ৭২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।জাতীয় হারকে ছাপিয়ে সুস্থতার হার পৌঁ'ছেছে ৭২ দশমিক ৯৬ শ'তাংশে। এই নিয়ে মোট ৭৬ হাজার ১২০ জন রোগী আ'রোগ্য লাভ করলেন। গত ২৪ ঘন্টায় রে'কর্ড সংখ্যক ২৭ হাজার ৭১২ জনের ন'মুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ১১ লাখ ৮৬ হাজার ৯২৩ জ'নের নমুনা পরীক্ষা করা হলো। (সৌ: ABSK)

করোনা চিকিৎসায় অস্বাভাবিক বিল নিতে পারবে না বেসরকারি হাসপাতাল

Image
করোনা চিকিৎসায় বেসরকারি হা'স'পা'তা'লে অ'স্বা'ভা'বি'ক বিল ঠেকাতে রাজ্য স্বা'স্থ্য কমিশন, সাত’দফা নির্দেশিকা জারি করেছে। কমিশনের চেয়ার'পার্সন কলকাতা হাই'কোর্টের অবসরপ্রাপ্ত বি'চা'র'প'তি অসীম কুমার ব্যানার্জী জানিয়েছেন চিকিৎসা বিলে রা'শ টা'না, ওষুধের খ'র'চ কমানো এবং সব রোগীদের ভ'র্তি'র উপযুক্ত শয্যা নিশ্চিত করার ওপর জো'র দেওয়া হচ্ছে। পরিষেবা পেতে গিয়ে সা'ধা'র'ণ মানুষকে যাতে হ'য়'রা'নি'র শিকার হতে না হয় সেদিকেও কমিশন ল'ক্ষ্য রাখছে। স্বাস্থ্য প'রি'ষে'বা'র সঙ্গে যুক্ত সংস্থাগুলির উদ্দেশে এই নির্দেশিকায় বা'ড়ি থেকে নমুনা সং'গ্রহের চার্জ কিলো'মিটার পিছু ১৫ টাকা বেঁধে দেওয়া হয়েছে। নার্সিং'হোমের ফা'র্মে'সি'তে একাধিক ব্র্যান্ডের বিকল্প ও'ষু'ধ রাখার কথাও বলা হয়েছে। এছাড়া, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, PPE বা'ব'দ চার্জ, সর'কারি নির্ধারিত এক হাজার টাকার মধ্যে রাখতে হবে বলে ক'মি'শন জানিয়েছে। অন্যদিকে, বহি'র্বিভা...

ঘাটালের বৈকন্ঠপুরে রাখি বন্ধন উৎসব উপলক্ষে বস্ত্র দান

Image
আজ রাখী বন্ধন উৎসব উ'প'লক্ষ্যে ঘাটাল সাংগঠনিক জেলার ভা'র'তী'য় জ'ন'তা পার্টির সভাপতি মাননীয়া অ'ন্ত'রা ভ'ট্টা'চা'র্য মহাশয়া এবং সমাজসেবী শিক্ষক বা'সু'দে'ব মান্না মহাশয় এর উদ্যোগে বৈ'কু'ন্ঠ'পুর নিম্বার্ক মঠ সেবা সমিতি ট্রা'স্টে'র সহযোগিতায় রাখি ব'ন্ধ'ন উপ'লক্ষে ঘাটাল উ'ও'র মন্ডলের ১৯ নং ই'না'ত'পুর বুথ ভারতীয় জনতা পা'র্টীর পক্ষ থেকে কিছু গরীব পরি'বারের মহি'লা কে বস্ত্র দান করা হল উ'প'স্থিত ছিলেন ঘাটাল উত্তর মন্ডলের সভাপতি তারক বেরা মহাশয় এবং বৈ'কু'ন্ঠ'পুর নিম্বার্ক মঠ সেবা স'মি'তি ট্রাস্টের গু'রু'জী ও শক্তি'কেন্দ্র মিঠুন মা'লিক ও বুথ স'ভা'প'তি ও বু'থের কর্মী ও কা'র্য'ক'র্তা'রা।

ঘাটালের দীর্ঘগ্রামে বজ্রপাতে ফালা ফালা হয়ে গেল একটি গাছ

Image
আজ দুপুরে বৃষ্টির সময় বজ্রাঘাতে একটি বিশাল বৃক্ষ ফালা ফালা হয়ে গেল। এই ঘটনাটি ঘটেছে ঘাটালের মনসুকা ১গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীর্ঘগ্রাম এলাকায় । আমার জানি যে মেঘের মধ্যে পজেটিভ ও নেগেটিভ আয়ন পৃথক পৃথক ভাবে উচ্চ বিভব সম্পন্ন পজেটিভ বা নেগেটিভ তড়িৎ আধান তৈরি হয় । যা আদ্র বায়ুর মধ্যে দিয়ে পৃথিবীর পৃষ্ঠে নেমে আসে। নেমে আসার সময় প্রবাহিত তড়িৎ সট পথ অনুসরণ করে। যার ফলস্বরুপ উঁচু গাছ, ল্যামপোষ্ট, কারেন্টেরপোষ্ট প্রভৃতির উপর পরে । এই সব জিনিসের নীচে আশ্রয় নেওয়া উচিত নয়। এমনকি খালি মাঠে দাঁড়িয়ে থাকা উচিত নয় । বসে পড়তে হয় বা শুয়ে পড়তে হয় । তবে জলাশয়েও বজ্রপাত হয়ে থাকে। উচ্চ বিভব যুক্ত তড়িৎ খুব কম সময়ের মধ্যে বাতাসের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিছুটা শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং বাতাসের মধ্য যাওয়া সময় বাতাসের মধ্য কম্পন সৃষ্টি হয় যার ফলে শব্দের উৎপত্তি হয়। বজ্রপাত কোন গাছে হওয়ার আগে তার মধ্যে আবেশ তৈরি হয়। এই আবেশের ফলে একটি নির্দিষ্ট দিকে আকৃষ্ট হয়েছে এই গাছটি, তার পর বজ্রাঘাতের সময় কম্পনে ফালা ফালা হয়ে গিয়েছে ।

খড়ারে রাখি বন্ধন উৎসবের সাথে চলছে করোনা'র সচেতনতা বৃদ্ধি

Image
রাখি উৎসব পালনের সাথে সাথে চলছে করোনা সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা। এক অভিনব পদক্ষেপ নিল খড়ার বিজেপির সদস্যবৃন্দ। আজ খড়ার বি'জে'পি'র পক্ষ থেকে ২নং ওয়ার্ডের বুথ সভাপতি রা'ম'প্র'সা'দ দাসের নেতৃত্বে মন্ডল সভাপতি তা'র'ক বে'রা'র উপস্থিতিতে রাখিবন্ধন উৎসব চলছে। রাখীবন্ধনের সাথে সাথে করোনা যোদ্ধা ও জনসাধারণের জন্য স্যা'নি'টা'ই'জা'র ও মাস্ক বিতরন অনুষ্ঠান কর্মসূচি পালন করছেন বিজেপির পক্ষ থেকে ।