মোটর সা'ইকেল কিনে না দেওয়ায় নিজের বাড়িতে চুরি করল

মোটর সা'ইকেল কিনে না দেওয়ায় নিজের বাড়িতে চুরি করে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল বাড়ির বড় ছেলে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার বাছড়া মোহনপুর এলাকার এই ঘটনায় হতবাক পুলিশ কর্মীরাও ।


ওই এলাকার বাসিন্দা শশাঙ্ক মণ্ডলের বাড়িতে গত বুধবার বড়সড় চুরির ঘটনা ঘটে। আলমারি থেকে সাত’ভরি সোনা ও নগদ ষাট’হাজার টাকা লো'পাট হয়ে যায়।

থানায় লি'খিত অভিযোগ দায়ের করার পর পুলিশ চু'রির কিনারা করতে নেমে বাড়ির বড় ছেলে বছর পঁচিশের সু'শোভন মণ্ডলকে আজ গ্রেফতার করে। সুশোভনকে জেরা করে পুলিশ বাড়ির পেছনের মাছ ধরার জালের ভিতর থেকে উদ্ধার করে খোয়া যাওয়া টাকা ও গহনা। ধৃত সুশোভনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar