গত কাল একটি নিউজ চ্যানেলে দেখলাম যে দেশে দলিত ও পিছিয়ে থাকা সম্প্রদায় ভূক্ত মানুষ জেল খাটছেন বেশি। জেল খাটা মানুষের তালিকায় যে সম্প্রদায় গুলি প্রথম সারিতে রয়েছে সেই গুলি দলিত, সিডিউল, এবং মুসলিম সম্প্রদায় ভূক্ত মানুষ।
টিভিতে নিউজ দেখতে দেখতে মনে হলো এখনো কিছু পিছিয়ে থাকা সম্প্রদায় ভূক্ত মানুষের মনে হয়তো এখনো তেমন ভাবে শিক্ষার আলো ছড়িয়ে পড়েনি।
কোনটা সঠিক নিয়ম আইন কানুন সে সম্পর্কে ততটা অবগত নন।
যদিও টিভি চ্যানেল প্রকাশিত সংবাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তার সাথে ততটা সংগতি নেই। তবে পিছিয়ে পড়া মানুষের কথাই উপস্থাপন করছি যারা সঠিক নিয়ম কানুন টাই জানেন না শিক্ষার অভাবে ।
ঘাটাল থানার অন্তর্গত মনসুকা অঞ্চলের দক্ষিণ খড়কপুর একটি ছোট্ট গাঁ বা পাড়া। এখানে সিডিউল কাস্টের অন্তর্ভুক্ত সাবকাস্ট "তিয়র'' প্রজাতির মানুষ জন বসবাস করেন। এই গাঁ'তে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে প্রেম করে বিবাহ করলে জরিমানা করা হয় এবং অন্যায় শিকার করানো হয়। বিষয়টা শুনে অনেকে অবাক হয়ে যাবেন অথবা অনেকে হেঁসেই উঠিয়ে দেবেন। হয়তো বলবেন এখনো এমন কোন যায়গা আছে? যেখানে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে বিবাহ করলে জরিমানা করা হয় এবং অন্যায় শিকার করানো হয়।
হ্যাঁ এটা সত্যি ঘটনা।
এই ধরনের নানান ধরনের ঘটনা ঘটে
এই ঘটনার প্রতিবাদ করতে গেলে হয়তো মারামারি শুরু হতে পারে অথবা একাঘরে হয়ে যেতে পারেন। এই কারনে শিক্ষিত ছেলে মেয়েরা কোন প্রতিবাদ করেন না।
এই দক্ষিণ খড়কপুর এলাকায় বিভিন্ন ন্যায় অন্যায় বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য পাড়া থেকে মোড়লদের কমেটি গঠন করেন। এই কমিটি পাড়ার বিভিন্ন সালিশি সভা করেন। এই মোড়লদের কমিটি নিয়ম হলো এই মড়োলদের না জানিয়ে অপ্রাপ্ত বয়স্করা বা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা প্রেম করে বিবাহ করলে । অথবা মড়োলদের সম্মতি না নিয়ে বাবা মায়ের সম্মতিতে দেখাশোনা করে প্রাপ্ত বয়স্ক বা অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বিবাহ দিলে দশহাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যায় শিকার করানো হয়। তার মানে এই যে যেকোনো বিবাহে মোড়লদের অনুমতি না নিয়ে বিবাহ করলেই জরিমানা করা হয় এবং অন্যায় শিকার করানো হয়। এই কিছু দিন আগে এক ২৬ বছরের যুবক প্রেম করে বিবাহ করলে তার দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যায় শিকার করানো হয়েছে। এই দক্ষিণ খড়কপুর এলাকায়।
আমরা জানি ১৮ বছরের নিচে বিবাহ অপরাধ কিন্তু ২৬ বছরের যুবক যুবতী প্রেম করে বিবাহ করলে অপরাধ কেন?
প্রশ্ন একটা থেকেই যায় প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করে বিয়ে করলে জরিমানা হয়। আবার ১২ বছরে প্রেম করে বিয়ে করলে জরিমানা হয়। তাহলে তো ছেলে মেয়েরা ১২বছরেই বিবাহ করবে তাই নয়কি?
আরো একটা প্রশ্ন থেকেই যায় যে মড়োলদের বিচার ব্যবস্থা কি ভিত্তিতে এই বিচার করেন, প্রেম করে বিয়ে করলেই অন্যায় ? তাছাড়া ১৮ বছর পরেও মড়োলদের সম্মতি না নিয়ে বিবাহ করলে যদি জরিমানা দিতে হয় তাহলে ব্যাক্তি স্বাধীনতা কোথায়?
Tags
Ghatal