২০২১ এর নির্বাচনের আগে পুরুলিয়া জেলায় এলো পাঁচ’কোম্পানি সিআরপিএফ।
আজ পুরুলিয়া স্টেশনে এই বাহিনী আসে। সেখান থেকে জেলা পুলিশের উদ্যোগে পুরুলিয়া জেলার মাওবাদী এলাকাগুলিতে থাকা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় তাঁদের।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি পুরুলিয়া জেলায় মোতায়েন থাকা নাগা বাহিনীকে তুলে নেওয়া হয়।
সেখানেই এই সিআরপিএফ বাহিনীকে রাখা হবে। কয়েক সপ্তাহ আগেই এক কোম্পানি সিআরপিএফ এসে পৌঁছয় পুরুলিয়ায়।
তাঁদের ঘাটবেড়া কেরোয়া এলাকায় রাখা হয়। নতুন বাহিনীকে অযোধ্যাপাহাড় এলাকায় হিলটপ, পাথরডি, মুরগুমা এলাকায় পাঠানো হবে।
Tags
Political