মনসুকা ঘোড়ুইঘাটে রাস পূর্ণিমায় রাধা কৃষ্ণ পূজা ও রাস মেলা শুরু হয়েছে গতকাল থেকেই। রাধা কৃষ্ণের মূলমঞ্চে রাধাকৃষ্ণের গোপিনীদের সাথে রাস নৃত্যের প্রতিমূর্তি পূজিত হচ্ছে।
পাশে বেশ কয়েকটি অন্যান্য মূর্তি পূজা হচ্ছে তবে আগের বছরের তুলনায় এ বছর যেমন দেব দেবীর মূর্তি স্থাপন কম হয়েছে তেমনি মেলায় দোকান ও কম বসেছে ।
আবার সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চও দেখা গেল না । তবে মেলাতে ঘুরতে দেখা গেল বহু মানুষকে ।
Tags
Ghatal