মনসুকা স্কুল ঘাটে তৈরি করা হল লোহার পাইপ দিয়ে পোল । আজ সেই পোল উদ্বোধন করা হয়েছে । এই পোল খুব মজবুত করে বানানো হয়েছে ।
এর উপর দিয়ে মিনি বাস খুব সহজেই চলে যাবে এমন ভাবে তৈরী করা হয়েছে। লোহার মাচার উপর কাঠের তক্তা পাতা হয়েছে । এর ফলে মানুষের পারাপারের অনেক সুবিধা হবে । লোহার তৈরি কঠামো করা হয়েছে তাই বন্যার সময় জলের তোড়ে ভেঙে যাবে না বলে অনুমান করছেন অনেকেই।
প্রসঙ্গত উল্লেখ্য করা যায় গত বছর বেরার ঘাটের পোল'টি একই ভাবে বানানো হয়েছে । এবছর বন্যায় বেরার ঘাটের পোলের কোনো ক্ষতি হয়নি । এই কারণে এই স্কুল ঘাটেও একই ভাবে বানানো হয়েছে।
বিভিন্ন ফুল দিয়ে ও কাগজের পতাকা দ্বারা সজ্জিত করে আজ সন্ধ্যায় ঢাঁক বাজিয়ে পূজা অর্চনার মাধ্যমে নূতন পোল উদ্বোধন করা হল । যার ফলে দুই পারের যোগাযোগ ব্যাবস্থা অনেকটাই উন্নত হল ।
প্রসঙ্গত উল্লেখ করা যায় কিছুদিন আগে বিধায়ক শঙ্কর দোলুই মহাশয় মনসুকায় এসেছিলাম জনসমক্ষে বলে গিয়েছেন ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে মনসুকায় কংক্রিটের ব্রীজের কাজ শুরু হয়ে যাবে।
মনসুকায় কংক্রিটের ব্রীজ হয়ে গেলে কার্যত বহুমূল্য ব্যায় করা দুটি লোহার পোল অকেজো হয়ে যাবে। আসলেই কি হবে তা অদূর ভবিষ্যতে দেখা যাবে এমনটাই অনেকে বলছেন।
তবে আজ এই পোল উদ্বোধন করার সময় বহু মানুষ উপস্থিত ছিলেন । সকলেই আনন্দিত ও উচ্ছসিত। যার ফলে দুই পারের যোগাযোগ ব্যাবস্থা অনেকটাই উন্নত হল ।