Mansuka khabar

রাজনৈতিক তরজা তুঙ্গে মনসুকায় বিজেপির জনসভা

রাজনৈতিক তরজা জমে উঠেছে । আসন্ন বিধানসভা নির্বাচন কে সামনে রেখেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি নানান ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম পরপর কতকগুলি সভা মিটিং-মিছিল করেছেন। 

পরশু সিপিআইএম এর তরফ থেকে কৃষি বিদ্যুৎ বিলের বিরুদ্ধে স্ট্রীট কর্নার ও মিছিল করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মনসুকা শিবমন্দিরের নিকট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসভা করা হয়েছে।

 আবার আজ বিজেপির পক্ষ থেকে দীর্ঘগ্রামের হোগলার পারে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। আজ রবিবার দুপুর ২ টায় এই সভা অনুষ্ঠিত হবে। 
এই জনসভায় উপস্থিত থাকবেন - যুব মোর্চার রাজ্য - সভাপতি- সৌমিত্র খাঁ মহাশয় ও অন্তরা ভট্টাচার্য মহাশয়া , ও অন্যান্য নেতা নেত্রীবৃন্দ। এই জনসভায় বহুু মানুষের  সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে । এর আগে মনসুকায় বিজেপির এত বড় সমাবেশ অনুষ্ঠিত হয়নি বলে অনেকেই মনে করছেন।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar