Mansuka khabar

এবার ২০২১শিশু মেলায় বাধা রইল না

Mansuka khabar
অনেক জল্পনা-কল্পনার পর শেষমেষ শুরু হতে চলেছে ২০২১ সালের শিশু মেলা। করণা পরিস্থিতিতে এই মেলা অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে অনেকের মনে সন্দেহ জেগে ছিল তার কারণ এ করোনা পরিস্থিতিতে এমন একটা বড় মেলা অনুষ্ঠিত করা খুবই জটিল সমস্যার ব্যাপার। 

কারণ সকলের মনেই করোনা সংক্রমণ ভয়টা রয়ে গিয়েছে। অথবা আইনত ভাবে এই মেলা করা যাবে কিনা সেটাও সকলের মনে দানা বেঁধেছিল। যেহেতু এই মুহূর্তে করোনা সংক্রমনের পর্যায়ে তা অনেকটা কমে গিয়েছে তাই এই মেলাটি করা যেতেই পারে।  

মহামান্য হাইকোর্টের নির্দেশে এ মেলাটি খুব আনন্দের সাথে পালন করা হতে চলেছে। নিজের স্বাস্থ্য সচেতনতা দিকে লক্ষ্য রেখে অবশ্যই আমাদেরকে নিজেদেরকে এই রোগ থেকে দূরে রাখার জন্য সকলকেই মাক্স ব্যবহার করতে হবে।  এছাড়াও হাইকোর্টের নির্দেশে কিছু বিধিনিষেধ পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।  ইতিমধ্যে মেলার অনুষ্ঠান সূচি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। আর মাত্র দু'দিন পর থেকেই আমরা শিশুমেলা পুরোপুরি আনন্দ লাভ করতে পারব। ১৬ জানুয়ারি থেকে ২৫শে জানুয়ারি।

বিজ্ঞাপন

Mansuka khabar

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন