শ্রীপঞ্চমী উপলক্ষে " বনহরি সিংহ পুর দ্বাদশ মূর্তি মহোৎসব " ৬০-৭০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা । বর্তমানে " বারোমতি মেলা " নামেই এই মেলা পরিচিত ।
চব্বিশ পহর অনুষ্ঠিত হয় এই মেলায়। মেলায় বিভিন্ন দোকানে বসে কৃষিদ্রব্য সহ বিভিন্ন প্রসাধনী দ্রব্য। কিছু বছর আগে পর্যন্ত এই মেলায় মিনি পর্দা এবং বড় পর্দায় অস্থায়ী চলচ্চিত্র দেখানো হতো। নাগরদোলা পুতুল নাচ সহ বিভিন্ন দৃষ্টিনন্দন এবং আনন্দদায়ী খেলা অনুষ্ঠিত হতো।
লোকসংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান এই মেলায় দেখা যেত তবে এই মেলা এখনো কবিগান যাত্রা পালা বাউল গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর এখনো বসে। বর্তমানে এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি " আবৃত্তি প্রতিযোগিতা " একটি বিশেষ জায়গা তৈরি করে নিচ্ছে ক্রমশ। বিগত দিনগুলির চেয়ে বর্তমানে প্রতিযোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে , বাড়ছে দর্শকদের আগ্রহও।
গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের দিন এই মেলা অনুষ্ঠিত হয়ে গেল আবৃত্তি প্রতিযোগিত । এই অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কবি দিলীপ কুমার বাগ , কবি সুশান্ত আদক এবং কবি সন্দ্বীপ মান্না মহাশয় বৃন্দ। ছোট ছোট ছেলেমেয়েদের পাশাপাশি বয়স্ক পুরুষ এবং মহিলা এই আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতার শেষে বিচারক আসনে অলংকৃত তিনজন কবি নিজেদের স্বরচিত কবিতা পাঠ করে শোনান।
এই মেলায় নর-নারায়ণ সেবাও হয়ে থাকে ।
Tags
Culture