মনসুকায় ঝুমি নদীর জল আটকে ব্রীজ তৈরি তার মাঝেই বৃষ্টি

মাসখানেক আগেই শুরু হয়েছে মনসুকা ব্রিজ তৈরির কাজ।  এই কাজ শুরু করার জন্য নদীর উপর বাঁধ তৈরি করা হয়েছে। এই বাঁধ তৈরির প্রধান উদ্দেশ্য হলো নদীর জোয়ারের জল আটকে  ব্রিজ তৈরির জন্য যে জায়গার উপর কাজ চলছে সেই জায়গার জল শুকিয়ে নেওয়া।


কিন্তু প্রথমবার বাঁধ দেওয়ার পর নদীর প্রবল জোয়ারের তা ভেঙে যায়। এর ফলে নদীর উপর বড় করে বাঁধ দেওয়া হয়েছে। কাজ বেশ সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছিল । কাজ চলাকালীন বহু মানুষের সমাগম হয় প্রতিদিন, এই কাজ কিভাবে হচ্ছে তা দেখার জন্য।

কিন্তু এই বাঁধ দেওয়ার ফলে জোয়ারের জল উপরদিকে না যাওয়ার কারণে - খাসবার প্রসাদচক বালিডাঙ্গা প্রভৃতি এলাকায় চাষের ভীষণ অসুবিধা হচ্ছে বলে ওই এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষ বিডিও অফিসে জানান , যাহাতে নদীর জোয়ারের জল ওই সকল এলাকায় পৌঁছে যায়। জল পৌঁছে দেওয়ার জন্য নদীতে আলাদা করে খাল কাটা হয়েছে তবে এখনো তার সংযোগ করা হয়নি। ঠিক সেই মুহূর্তেই আজ সন্ধ্যা থেকে প্রবল ঝড় ও বৃষ্টি হয়েছে মনসুকা ও পার্শ্ববর্তী এলাকার । চাষীদের জলের চাহিদা একটু হলেও পূরণ হলো। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar