পালপুকুর থেকে মনসুকা যাওয়ার রাস্তায় কামার পাড়া এলাকায়। রাস্তার উপর ইমারতি দ্রব্য রাখা হয়েছে ।
মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বহুবার প্রচার করা হয়েছে প্রধান রাস্তার উপর ইমারতি দ্রব্য রাখা যাবে না । রাস্তার উপর ইমারতি দ্রব্য রাখলে কড়া ব্যাবস্থা গ্রহন করা হবে ।
কিন্তু কে শোনে কার কথা! যারা বাড়ি তৈরির ইমারতি দ্রব্য রাখেন তারা বলেন আমাদের কোন জায়গা নেই আমাদের কোনো উপায় নেই তাই এখানে রাখতে হয়।
এই ভাবে বাড়ি তৈরি সারা বছর ধরে চলতে থাকে ফলে রাস্তায় উপর ইমারতি দ্রব্য সারা বছর ধরে জমা হয়ে থাকে । আবার কিছু জায়গায় ব্যাবসার কারনেও রাস্তায় ইমারতি দ্রব্য মজুত করে রাখেন।
এর ফলে নানা সময় যেমন গুরুতর অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটেছে তেমনি মৃত্যু পর্যন্ত ঘটেছে কিন্তু তাতেও কারুর টনক নড়ে না ।
একই অ্যাক্সিডেন্ট ঘটনা পুনরায় ঘটবে বারবার ? সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে মানুষ কি সুধু দেখতেই থাকবে ? তাই সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন রাস্তায় Buildership রা তাদের মাল ফেলার জন্য বানিয়েছে?