কয়েক বছর আগে ঝুমি নদীতে পানা এসে ভেঙে গিয়েছিল ঝুমি নদীর পোলগুলি এবারেও সেইরূপ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঝুমি নদীর ওপর দুটি লোহার ব্রিজ ছাড়া অন্যান্য পোল গুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে । গতকাল রাতেই বালিডাঙ্গা পোল ভেঙে গিয়েছে এই পানার প্রবল চাপে । পানাগুলি এখন বর্তমানে খাসবার সংনগ্ন এলাকায় রয়েছে এবং কিছু কিছু পানা ভেসে আসছে এই পানা গুলি একসাথে আসলেই নদীর উপর বিভিন্ন বাঁশের সাঁকো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে।
Tags
Ghatal