অতিমারি করোনার কারণে এখন দীর্ঘগ্রাম মায়েরমাড়োর হাট বসছে বরকতিপুর ফুটবল মাঠে। এই ফুটবল মাঠে যে হাট বসেছে তাতে প্রচন্ড মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ।
তবে এই মহামারীর জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছে তা কেউ মানছে না আবার কেউ মানছে না অর্থাৎ কেউ মাক্স করছেন আবার কেউ মাক্স পারছেন না। তবে যে বিষয়টি লক্ষ্য করা গেল আজ সোমবার হাটে প্রচন্ড মানুষের ভিড় ছিল এবং জিনিসপত্রের দাম ছিল অনেক বেশি।
বৃষ্টির কারণে হাটে বসা বিক্রেতাদের অনেকটা অসুবিধে হচ্ছে। এই অসুবিধা দূরীকরণ জন্য অনেকেই চাঁদোয়া ফাটিয়ে ও জিনিসপত্র বিক্রি করতে দেখা গেছে।
Tags
Ghatal