এক দেশ এক রেশন কার্ড ত্রিশে জুন পর্যন্ত

এ মাসের মধ্যেই রেশন কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে আধার কার্ড। চলতি মাসের 30 তারিখ পর্যন্ত এই আধার কার্ড সংযুক্ত করা যাবে রেশন কার্ডের সঙ্গে। ভারত সরকার এক দেশ এক রেশন কার্ড চালু করতে চলেছে। রেশন থেকে জিনিসপত্র কিনতে হলে অবশ্যই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাতে হবে এই বিষয়টি কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক ও জানিয়েছে।

এর ফলে সকল উপভোক্তা নিজও নিজও ডিলারের কাছে গিয়ে সংযুক্ত করছেন। এবং এই কাজটি আপনি নিজেও করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। অথবা আপনি নিকটবর্তী কোন সাইবার কাফে গিয়ে করাতে পারেন। তবে এই কাজটি খুব ধীরগতিতে চলছে। সকলেই একসাথে কাজটি করার জন্য সার্ভার প্রবলেম হচ্ছে বলে জানা যাচ্ছে।



Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar