আজ বিকেলে সিংহপুরের কৃষ্টচকের মাঠ থেকে এক বিরাট আকারের বোয়াল মাছ ধরলেন বরি ধাড়া নামে এক ব্যাক্তি।
এই বিশাল আকারের মাছটি একটি মোটা রশি দিয়ে বেঁধে কাঁধে করে বাড়িতে নিয়ে যান । এত বড়ো মাছ দেখে সকলেই অবাক হয়ে যান।
রাস্তায় যেমন বহু মানুষ দাঁড়িয়ে দেখেন তেমনি বাড়িতে বহু মানুষ ভীড় জমিয়েছিলেন । বোয়াল মাছটিকে ওজন করে দেখা হলে তার ওজন হয় চৌদ্দ কেজি একশো গ্রাম ।
Tags
Other