ফেস বুক তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল বন্ধুদের সাথে যোগাযোগ রাখা । কিন্তু ফেসবুকের জনপ্রিয়তায় কারণে বারবার আপডেট করে নানান ফিচার যুক্ত করে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। সেটা সবাই জানেন তবে আবারো নতুন ফিচার যুক্ত করল ফেসবুক ।
টিকটক বন্ধ হবার পর সেই স্থান দখল করার জন্য ফেসবুক সটস্ যুক্ত করেছে আগেই । আর সেই ফিচার আরো জনপ্রিয় করার জন্য ফেসবুক আরো তিনটি বাটান যুক্ত করল একটি ফ্লটিং বাটানের মধ্যে। অর্থাৎ ফ্লটিং বাটানের মধ্যে রয়েছে তিনটি বাটান।
ফেসবুক পেজের যে কোনো সময় যে কোন স্থান থেকে সহজেই সটস্ তৈরি করা সম্ভব হবে। বাটান গুলি হলো ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিল। বাটান গুলি সহজে উপভোগ্য হয়ে উঠবে আপনার কাছে।
Tags
Other