রেড ভলেন্টিয়ার্স স্যানিটাইজ করে গেল মনসুকা চড়কতলা
byShyamal Kumar Rong-
আজ সকালে রেড ভলেন্টিয়ার্স স্যানিটাইজ করে গেল মনসুকা চড়কতলার দোকান গুলিতে । রাস্তার পাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছেন রেগে ভলেন্টিয়ার্সরা। ফসলে ওষুধ দেওয়া কলের সাহায্য এই স্যানিটাইজ করা হয়েছে।