মনসুকা ১গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দীর্ঘগ্রাম পোষ্ট অফিসচক এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্দোগে উৎযাপিত হল তৃণমূল কংগ্রেসের যোগদান উৎসব। আজ বিকাল পাঁচটা থেকে এই অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলাই মহাশয় সহ বিভিন্ন স্থানীয় নেতা নেত্রীবৃন্দ।
এই অনুষ্ঠানে ২২টি পরিবার থেকে ৪০-৫০জন ব্যাক্তি তৃনমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলাই মহাশয় দাবি করেছেন। ঐ ৪০-৫০জন ব্যাক্তি দীর্ঘগ্রাম ও বর্কতিপুর গ্রাম এলাকায় বাসিন্দা ছিলেন বলে এ কথা জানান শংকর দোলাই মহাশয়।
Tags
Political