মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের ভর্তি ফিস্ বেশি নেওয়া হচ্ছে বলে অভিভাবকরা দাবী করছেন। অভিভাবকদের অভিযোগ আসছে যে মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অন্যান্য স্কুলের তুলনায় বেশি ফিস্ নেওয়া হচ্ছে। তাঁরা বলেন সারা বছর কোন কম্পিউটার ক্লাস হয়নি তাহলে কম্পিউটার ফিস্ নেওয়া হবে কেন?
একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের মত যেহেতু কম্পিউটার ক্লাস হয়নি তাহলে আমরা অতিরিক্ত এই টাকা দেব কেন? এই টাকা আমরা দেব না। গত বছর একই ঘটনা ঘটেছিল এই মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ে।
