পশ্চিম মেদিনীপুর জেলার ইয়াসের ক্ষয়ক্ষতির টাকা দেওয়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে দুয়ারে ত্রান শিবিরের মাধ্যমে আবেদন সংগ্রহ করা হয়েছিল। তবে মোট জমা পড়ার ৯২শতাংশ বাতিল করা হয়েছে। পয়লা জুলাই থেকে সাত দিনের মধ্যে তাদের একাউন্টে টাকা ঢুকে যাবে।
জেলা শাসক রশ্মি কমল বলেন সরকারের নির্দেশে মেনে আবেদন নেওয়া পর তা যাচাই করে ক্ষতিগ্রস্তদের একাউন্টে টাকা দেওয়ার কা'জ শুরু হয়েছে।কেশিয়াড়ি,দাঁতন ১ ও ২ ব্লক, কেশপুর, সবং এবং মোহনপুরব্লকে এই শিবির করা হয়েছিল। ১৯৫২টি বাড়ি ইয়াসে আংশিকভাবে এবং পুরোপুরি ভেঙে পড়েছে ।
Tags
Weather