গতকাল রাতে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনার ঘটেছে মনসুকা উত্তর খড়কপুরে । গতকাল উত্তর খড়কপুরে কালী মন্দিরে কালী পূজা ছিল । রাত বারোটা নাগাদ রবি সামন্তের ছেলে কৃষ্ণ সামন্ত বাইকে করে উত্তর খড়কপুর থেকে ঘোড়ুই পাড়া যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে। মাথার কিছু আঘাত পেয়ে ফেটে গিয়েছে বলে প্রত্যক্ষ দর্শীরা বলছেন।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি না নেওয়ার কলিকাতা স্থানান্তরিত করা হয়। জানা গেছে আহত ব্যক্তি মদ্রপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তখন নিয়ন্ত্রন হারিয়ে ল্যামপোষ্টে ধাকা মারে। বাইশ তেইশ বছরের তরুণ। বাইরে সোনার কাজ করত।
Tags
Other