পুড়ে ছাই গোটা গ্রাম তাপমাত্রা পৌঁছাল ১২১ডিগ্রি

এমনটা যে হবে স্বপ্নেও ভাবেনি কেউ কোনওদিন। ব্রিটিশ কলম্বিয়ার একটি চোখ জুড়ানো গ্রাম। নানা রঙের ফুলের ছাউনি দিয়ে ঘেরা গ্রামেড় সৌন্দর্য ছিল অপরিসীম। কিন্তু এক লহমায় সবটা ছাই।নেপথ্যে ভয়ঙ্কর তাপপ্রবাহ।

৩০ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার লিটন গ্রামটিতে রেকর্ড তাপমাত্রা হয়। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ১২১ ডিগ্রি সেলসিয়াসে। অসহনীয় তাপমাত্রায় গ্রাম ছাড়তে শুরু করেন বাসিন্দারা।

চোখের সামনে যেন সবটাই ধোঁয়া ও ঝলসে যাওয়ার প্রাক মুহুর্ত।লিটন চাইনিজ হিস্ট্রি মিউজিয়ামে কর্মরত লর্না ফ্যান্ড্রিকের কথায়, “আমি যখন সকালে উঠে বাইরে তাকিয়েছি, সে এক অবাক করা দৃশ্য। বিল্ডিংয়ের বাইরে গাছ থেকে খসে পড়ছে পাতা।

এরপরই জ্বলে উঠল গোটা গ্রাম। বিল্ডিংয়ের মধ্যে থেকেও অসহ্য গরমের রেশ শরীরে যেন দাবদাহের সৃষ্টি করছে।”সে এলাকার প্রশাসনের তরফে জানান হয়েছে ৩০০ এর কম মানুষের বসবাস ছিল এই গ্রামটিতে। তাপপ্রবাহের জেরে গোটা গ্রাম কার্যত ভস্মীভূত।

প্রায় ৯০ শতাংশ এলাকা পুড়ে ছাই। এই ঘটনায় মৃত্যু হয়েছে দু জনের, আহত হয়েছেন একাধিক।গ্রামের বাসিন্দাদের কথায়, তারা নিজেরাই নিজেদের এই গ্রামকে চিনতে পারছেন না।

কোথায় সেই প্রাকৃতিক সৌন্দর্য, মোহময়ী রূপ, পাহাড় ঘেরা ছবির মতো গ্রামটি আজ রিক্ত, নিঃস্ব, ভস্মে ঢাকা। ক্লান্ত হুতাশ ও হুতাশন তখনও জ্বলছে।



Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar