শহীদ দিবসে জোড়া পাঁঠা বলি দিয়ে পুজো দিল তৃণমূল

আজ শহীদ দিবসে জোড়া পাঁঠা বলি দিয়ে পুজো দিল তৃণমূল কংগ্রেসের  কর্মকর্তারা। এই ঘটনা ঘটেছে ঘাটালের মনসুকার বলরামপুর ও আনন্দপুর কামারডাঙার তৃনমূলের কর্মকর্তারা শপথ নিয়েছেন তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তাঁরা কালি মাতার মন্দিরে জোড়া পাঁঠা বলি দিয়ে পুজো দেবেন। এবার তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে তার ফলে তাঁরা সেই মতোই কথা রেখেছেন বলে বক্তব্য রাখেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলাই মহাশয়।

 আজ এই দুই পাঁঠা নিয়ে পুজো দিতে যাওয়ার সময় ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলাই মহাশয় উপস্থিত ছিলেন । আরো উপস্থিত ছিলেন মনসুকার স্থানীয় নেতা নেত্রী বৃন্দ। শহিদ দিবসে এই ব্যতিক্রমী ঘটনা অনেকের মনে প্রশ্ন উঠলেও। সেই প্রশ্নের উত্তর প্রাক্তন বিধায়ক শংকর দোলাই মহাশয় এর বক্তব্যে যেমন ধরা পড়েছে তেমনি তাঁর কন্ঠে আনন্দের আবেগ ধরা পড়েছে। এই দিন কালী মন্দিরে দুটি পাঁঠা বলি দিয়ে পুজো দেওয়ার জন্য স্থানীয় নেতা নেত্রীরা বেশ আনন্দিত ও ভীষণ খুশি হয়েছেন বলে জানা গেছে।



Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar