নেট দুনিয়া মৃদুল কাকুকে বদলে দিল?

ছবির মানুষটিকে চিনতে পারছেন ? ... উনি সেই চা কাকু , গতবার লকডাউনের সময় বাইরে বেরিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে যিনি চূড়ান্ত পরিমাণে ট্রলোড হয়েছিলেন.... কিন্তু সময়ের সাথে সেই হিংসা কখন যেনো বদলে গেছিলো ভালোবাসায়... মিষ্টি করে ' আমরা কি চা খাবো না , খাবো না চা ' বলা মানুষটার মায়ায় জড়িয়েছিলেন নেট দুনিয়ার কম বেশি সমস্ত মানুষই।

সেই সময়টায় মানুষটাকে নিয়ে তৈরি একাধিক ভিডিও লকডাউনের কঠিন পরিস্থিতিতে প্রচুর মনরঞ্জন দিয়েছে আমাদের , জুগিয়েছে হাসির খোঁড়াক ... পেশায় দিনমজুর মানুষটি তারপর থেকে মন জিতেছেন বেশ কিছু বার , এলাকায় কোভিডি যোদ্ধা হিসেবে পাশে থেকেছেন করোনাকালে।

একদিন দোকানে কিছু মুহূর্তের জন্য চা খেতে এসে ভাইরাল হওয়া দিন আনা দিন খাওয়া মানুষটা আজ নিজের নতুন দোকান খুললেন... তাকে নিয়ে যেমন হাসিঠাট্টা করেছি আমরা কমবেশি সবাই , ঠিক তেমনই তার জীবনের এই শুভদিনে শুভকামনা জানানোটাও আমাদেরই কর্তব্য।

ভালো থাকুন মৃদুল কাকু , আর আমাদের সবার ' চা কাকুর দোকান ' এর জন্য একরাশ শুভকামনা.. একদিন অনেক বড়ো ব্যবসায়ী হন... আর পরম শত্রুর মন জিতে নেওয়ার মতোই একটা সরল হাসি আছে আপনার , ওটাকে শুধু টিকিয়ে রাখবেন ব্যাস।



Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar