ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন
মানবজীবন চিরস্থায়ী নয় । "জন্মিলে মরিতে হবে । অমর কে কোথা কবে ?" জন্ম ও মৃত্যু অমোঘ সত্য । কিন্তু দৈহিক মৃত্যুতে সব কিছু শেষ হয়ে যায় না । কর্মই মানুষকে অমর ও চিরস্থায়ী করে রাখে । এইরকমই কর্মময় ব্যক্তিত্বের অধিকারী পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেনার দৈনন্দিন জীবনযাপনের সারল্য, গগণচুম্বী মহত্ত্ব, সমাজের প্রতি হিমালয় তুল্য সুউচ্চ ন্যায়পরায়ণতা, রত্নের ন্যায় ঔজ্জ্বল্য নদীর ন্যায় প্রবহমান, মানুষের প্রতি ভালোবাসা ও সমুদ্রের ন্যায় দয়ার দুর্লভ সমাহারের অমর অক্ষয় কীর্তিগুলি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই জ্ঞান তাপসের চরণে প্রণাম নিবেদন করি।
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন "দয়া নহে, বিদ্যা নহে, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তাঁহার অজেয় পৌরুষ, তাঁহার অক্ষয় মনুষত্ব ।" তাই দুশো বছর অতিক্রান্ত হয়েও তিনি আজও সমান ভাবে অম্লান, অমর হয়ে আছেন বাঙালী জাতির হৃদয়ে ও মননে।যুক্তিবাদী মননের ঔজ্জ্বল্যে উদ্ভাসিত এবং মহত্তর এক করুণায় বিগলিত আত্মমর্যাদাসম্পন্ন এই মানুষটিকে অন্তস্তলের অন্তর্লীন শ্রদ্ধা জানাতে আজ ১৩ই শ্রাবন ওনার প্রয়াণ দিবসে ওনার জন্মস্থান বীরসিংহে গিয়ে ওনার মুর্তিতে মাল্যদান করলেন ও বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক শংকর দোলই মহাশয়।
Comments
Post a Comment