দুয়ারে সরকারের প্রথম দিনেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভূক্ত করার জন্য রীতিমত উন্মাদনা দেখা গেল মহিলাদের মধ্যে। আজ বিভিন্ন জেলায় দুয়ারে সরকার কেন্দ্রগুলিতে সকাল থেকেই এই প্রকল্পে নাম নথিভূক্ত করানোর জন্য লম্বা লাইন পড়ে। জেলা প্রশাসনের তরফেও এই প্রকল্পের স্টলে অনেক বেশি কর্মী দেওয়া হয়। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে সাঁওতাল অধ্যুষিত এলাকাগুলিতে সাঁওতালী ভাষায় বিশেষ প্রচারের ব্যাবস্থা করা হয়। এখানে দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে নিজে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষন করেন পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার।
একই ভাবে ব্যাপক ভীড় হতে পারে ঘাটালের বিভিন্ন স্থানে এই প্রকল্পের স্টলে। মনসুকা ১গ্রাম পঞ্চায়েত অফিসের তরফ থেকে আগে থেকেই সে বিষয়ে সাবধানতা অবলম্বন করা হয়েছে। এই ভীড় এড়াতে বুথ গুলিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে ভিন্ন ভিন্ন দিন নির্ধারণ করেছেন। নিচে দিন ও বুথের নাম দেওয়া হল। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বুথের মানুষ নির্দিষ্ট স্থানে আসার জন্য বলা হয়েছে।
স্থান ও তারিখ
২৩/০৮ /২০২১ মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল ( উঃ মঃ ) - উঃ ও দঃ খড়কপুর , মনসুকা এলএন , কিশােরচক ও হরিশকুন্ডু ।
১০/০৯/২০২১ মাধবচক , বাঘানালা , বলরামপুর ও আনন্দপুর এবং
বরকতিপুর জুনিয়র হাই স্কুল