রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি এখনও জটিল। বেশ কিছু জায়গা এখনও জলমগ্ন। জলবন্দী বহু মানুষ। মানুষ ঘর-বাড়ি ছেড়ে উঠে এসেছেন ত্রাণশিবিরে। বিভিন্ন জায়গায় চলছে উদ্ধারকার্য। এই পরিস্থিতিতেই আগামী মঙ্গলবার ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ মুহূর্তে, কোনোও পরিবর্তন না হলে আগামী মঙ্গলবার হেলিকপ্টারে করে ঘাটাল শহরের কুশপাতা অনুকূল ঠাকুরের আশ্রমের মাঠে নামবেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকটি প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ মাঠ ও মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথ পরিদর্শন করলেন মাননীয়া জেলাশাসক রেশমি কোমল মহাশয়া, দীনেশ কুমার (SP)পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অজিত মাইতি মহাশয় প্রমুখ। হ্যালিপ্যাড তৈরি ও সমগ্র কর্মসূচী সঠিকভাবে পালনের দায়িত্বে আছেন ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক শংকর দোলই মহাশয়।