Posts

Showing posts from September, 2021

আদালত অবমাননার জন্য গ্রেপ্তার হলেন খড়কপুরের অরবিন্দ বাগ

Image
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা:  মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ উত্তর খড়গপুর এলাকার বাসিন্দা অরবিন্দ বাগ মহাশয় অ্যারেস্ট হয়ে গেলেন। এই ঘটনাটি ঘটেছে আজ সকাল দশটা নাগাদ। তাঁকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘাটাল থানার পুলিশ এসে তাঁকে আজ সকাল দশটা নাগাদ বাড়ি থেকে ধরে নিয়ে যান। সূত্রের খবর দু'বছর আগে পাশের বাড়ির প্রতিবেশীর সাথে এক মামলায় জড়িয়ে পড়েন। মামলাটি দুই বছর ধরে চলছে। এই দুই বছরে বেশ কয়েকবার আদালতে কেশটি উঠলেও তিনি হাজিরা দেন নি। থানা থেকে বারবার তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়া হলেও তিনি এ বিষয়ে কোনো কর্ণপাত করেননি। এমনভাবে আইন কে বারবার না মানার কারণে বাধ্য হয়ে আদালত থেকে তাকে এরেস্ট করার নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়ে ঘাটাল থানার পুলিশ তাকে আজ সকালে বাড়ি থেকে এরেস্ট করে নিয়ে গেছেন বলে জানা যাচ্ছে।

নেটদুনিয়ায় ব্যাপক ট্রোলের শিকার মদন মিত্রের নতুন গান

Image
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা:   মদন মিত্র মানেই কালারফুল বয় তিনি বারবার সমালোচিত হয়ে এসেছেন এই বাংলায়। নেটদুনিয়ায় বারবার সমালোচিত হয়েছেন বারবার মিমের ও টোলের শিকার হয়েছেন। তাতে তার কোনো রাগ বা ক্ষোভ প্রকাশ তেমনভাবে ধরা পড়েনি। বারবার হাসিমুখেই নানা রকমভাবে জবাব দিয়ে গেছেন। গতকাল প্রকাশ পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও। এর আগেও গঙ্গা নদীর উপর ও লাভলি ভিডিও বের করেছিলেন। দারুণ জনপ্রিয় হয়েছিল সেই ভিডিও। দুর্গাপুজোর আগমনের প্রাক্কালেই দুর্গাদেবী আবির্ভাব এবং মমতা ব্যানার্জিকে নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করলেন মদন মিত্র। মদন মিত্র কন্ঠে এই গান গাওয়া হয়েছে। গানটির নাম India Wanna've Her Betiyaa । এই মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে দুর্গা রূপে টলিউড অভিনেত্রী পায়েল সরকার এবং টেলিভিশন তারকা মানসী সেনগুপ্তকেও (Manoshi Sengupta) দেখা গিয়েছে। ফলে এই টেলিভিশন তারকা নেটদুনিয়ায় নানা রকমভাবে টোলের শিকার হচ্ছেন। ফলে মানসী সেনগুপ্ত দারুণভাবে চোটে গিয়েছেন। তিনি বলেন এই কাজটি করার জন্য আমি প্রচুর পারিশ্রমিক পেয়েছি যার কারণে আমার অন্যান্য কাজের ফাঁকে সময় বের করে এই কাজটি করেছি...

হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আনন্দপুরের রঞ্জিত বেরা

Image
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা:  আজ (২৪/০৯/২০২১) দুপুরে এক বিশাল মর্মান্তিক ঘটনা ঘটে গেল। খুবই দুঃখজনক বেদনাদায়ক ঘটনা। আজ দুপুর দুটো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আনন্দপুর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি নাম শ্রীযুক্ত রঞ্জিত বেরা মহাশয়। আজ দুপুরে ময়াল নদীবাঁধ এলাকায় বাতি কাঠ পোতা হচ্ছিল। এই কাজে নিযুক্ত ছিলেন আনন্দপুর নিবাসী শ্রীযুক্ত রঞ্জিত বেরা মহাশয়। দুপুরে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। কাজ করার সময় তিনি কিছুটা অস্বস্তি বোধ করায় বিশ্রাম নিতে আসেন এবং কিছুটা জল পান করেন এবং একটি বাঁশের মাচায় বিশ্রাম নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন এবং সেই স্থানে তৎক্ষণাৎ মারা যান বলে জানা যাচ্ছে। এ ঘটনায় ব্যাপক ভাবে আনন্দপুর এলাকায় এবং ওনার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বহু দিন ধরে মনসুকা ১ গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন। এবং বহুদিন ধরে আনন্দপুর রথের সভাপতি পদে নিযুক্ত ছিলেন। এই কারণে মনসুকা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনার পরিবারকে শোক জ্ঞাপন করা হয়েছে। আরও জানা যাচ্ছে যে একজন প্রকৃত সৎ , কর্মঠ , দক্ষ ও মানবদরদী মানুষকে হারিয়ে মনসুকা ১ গ্রাম ...

মনসুকায় গনেশ পুজো

Image
এই উৎসব সিদ্ধিদাতা গণেশের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়।  হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের চতুর্থ দিনে গণেশের পূজা করা হয়।  সারা ভারতে গণেশের পূজা হলেও মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, গুজরাট এবং ছত্তিশগড়ে এই উৎসব পালিত হয়। মনসুকা এই গনেশ চতুর্থীতে কিছু কিছু জায়গায় এই পুজো শুরু হয়েছে। গতকাল মনসুকা অরুণোদয় সংঘের সম্মুখে বেশ ঘটা করেই গনেশ পুজো করল স্থানীয় যুবকরা।