শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: আবার বন্যা পরিস্থিতি দেখা দিল মনসুকায়। তবে এবারের বন্যায় ঝুমি নদীর জল স্তর খুব একটা বৃদ্ধি পায়নি। দু'দিনের বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। জলস্তর এতটাই বেড়েছে যে দু'কূল ছাপিয়ে প্লাবিত হয়নি।
তবে এবারের বন্যায় শিলাবতী নদীর জল প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। শিলাবতী নদীর জল বৃদ্ধি পাওয়ার জন্য দাসপুর পান্না নাড়াজোল প্রভৃতি স্থান প্লাবিত হয়ে গিয়েছে। ঘাটালে বন্যা হয়ে গিয়েছে। ঘাটালের শিলাবতী নদীর জল প্লাবিত হয়ে এসে মনসুকার দীর্ঘগ্রামে সিংহপুর রামচন্দ্রপুর চাউলিয়া আটগোড়া প্রভৃতি স্থান প্লাবিত করেছে।
মনসুকার ঘোড়ুইঘাটের চাতাল দিয়ে শিলাবতী নদীর জল ডুকছে মনসুকা ঝুমি নদীতে । দীর্ঘগ্রাম মেঠালা প্লাবিত হয়েছে এমনকি পালপুকুরের রাস্তার উপর জল হয়ে গিয়েছে। ঝুমিনদীর পূর্বপাড় তেমনভাবে প্লাবিত না হলেও পশ্চিমপাড় বন্যা হয়ে গিয়েছে।