Posts

Showing posts from October, 2021

মনসুকায় মহিলাবৃন্দ একজোট হয়ে চোলাই কারবারিদের তুলে দিলেন পুলিশের হাতে

Image
নিউজ ডেস্ক, মনসুকা খবর, মনসুকা   (সংবাদ দাতা অভিষেক সাঁতরা): চোলাই মদের রমরমা কারবারে অতিষ্ট হয়ে মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর খড়কপুরের মহিলাবৃন্দ একজোট হয়ে চোলাই কারবারিদের তুলে দিলেন পুলিশের হাতে। এই ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা ছটা ত্রিশ নাগাদ। বহুবার আবগারি দপ্তর থেকে মনসুকা দীর্ঘগ্রামের নানা স্থানে অভিযান চালিয়েছে তবুও এই চোলাই মদের কারবার চলছে। দীর্ঘগ্রাম বর্কতিপুর সর্বজনীন দুর্গোৎসব উদ্বোধনী অনুষ্ঠানে ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় মনসুকা দীর্ঘগ্রাম এলাকায় চোলাই মদ উৎপাদন কারবার মদ্যপায়ীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। পরিবেশ পরিস্থিতি যেমন অবনতি ঘটে তেমন পারিবারিক ও সামাজিক অবক্ষয় দেখা যায়। বহুদিন যাবৎ চোলাই মদের রমরমা কারবার চলছিল এই উত্তর খড়কপুর এলাকায়। চোলাই মদের হোম ডেলিভারির ব্যবস্থাও নাকি ছিল এমনটা নানা মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। যার ফলশ্রুতিতে গ্রামের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছিল, কমবয়সী ছেলেরাও নতুন করে নেশাগ্রস্ত হতে শুরু হচ্ছিল। ঘরে ঘরে কোন পাতলে মদ্যপ স্বামীর স্ত্রীদের কান্নার আওয়াজ ভেসে আসে।  আজ সেই অতিষ্ঠ মহিলারাই একজোট...

মনসুকার ফতেপুরে ইলেকট্রিক তার ঝুলছে মানুষের হাতের নাগালে

Image
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: মনসুকা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ফতেপুর এলাকায়, ফতেপুর হরিজন প্রাথমিক বিদ্যালয়ের নিকট রাস্তার উপর দিয়ে যাওয়া ইলেকট্রিক তার ঝুলে গিয়েছে। এই এলাকায় খুটির উপর দিয়ে চারটি লাইন গিয়েছে। তবে তার গুলি এমন ভাবে ঝুলে গিয়েছে যে খুব সহজেই দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দারা বলেন বিষয়টি ইলেকট্রিক অফিসে জানানো হলেও তেমন ভাবে কোনো সুরাহা হয় নি। সামনে দুর্গা পুজো, দুর্গা পুজোর প্যান্ডেলও তৈরি করা হয়েছে। অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই স্থানীয় বাসিন্দারা পুনরায় ইলেকট্রিক অফিসের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। স্থানীয় মানুষের অভিযোগ সামনেই পূজা এবং ঝড় বৃষ্টি হয়েই চলেছে। পুনরায় আবার ঝড় বৃষ্টি হলে তার ছিড়ে পড়ার সম্ভাবনা প্রবল। যে কোনো সময়ে দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য স্থানীয় বাসিন্দারা বিষয়টি ইলেকট্রিক অফিসের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানাছেন।

মনসুকার বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রাক্তন বিধায়ক

Image
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা:   এবার বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। ক্ষতি হয়েছে ঘরবাড়ির। এবার বন্যায় মনসুকা চড়কতলার ঝুমি নদীর বাঁধ ধস নেমেছে ফলে একটি দোতলা বাড়ি হুরমুড়িয়ে ভেঙে গিয়েছে। তা সরজমিনে খতিয়ে দেখতে এসেছেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলাই মহাশয় সাথে ছিলেন কিংকর পন্ডিত, সজল চৌধুরী মহাশয় সহ তৃনমূলের বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ। এই দিন তাঁরা আনন্দপুর কামারডার নদী বাঁধ ভাঙন সহ নানা স্থানে ঘুরে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখেছেন। হয়তো তিনি মনসুকার বন্যা পরবর্তী পরিস্থিতি কিভাবে সামলানো যায় বা আগের মতো সাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা যায় তিনি তা পর্যালোচনা করবেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই আশা করছেন মনসুকার এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। প্রসঙ্গত উল্লেখ্য এবার বন্যায় তিনি মনসুকা ঘুরে দেখেছেন এবং বন্যা দুর্গতদের ত্রান দিয়ে সাহায্য করেছেন। অন্যদিকে ঘাটালের বর্তমান বিধায়ক শীতক কপাট মহাশয় মনসুকা আসেন নি। ঝুমি নদীর ভাঙন কিভাবে মনসুকার চড়কতলার মার্কেটকে ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে। নদী বাঁধ ভাঙন রোধ করার প্রয়োজনী...

মনসুকার দীর্ঘগ্রামে পিএইচইডি ভ্রাম্যমান জলের গাড়ি

Image
শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: বন্যার পর ব্যাপক রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক একইভাবে পিএইচইডি দ্বারা জল সরবরাহের পাইপ কোথাও কোথাও নষ্ট হয়েছে। ফলে সর্বত্র জল সরবরাহ করা যাচ্ছে না। পিএইচইডি এর তরফ থেকে এই অসুবিধা দূরীকরণ করার জন্য ভ্রাম্যমাণ জলের গাড়ি ব্যবস্থা করেছেন।  দীর্ঘগ্রাম চড়কতলা মেঠালা এমনকি পৌরসভা এলাকাতেও পৌঁছে যাচ্ছে এই জলের গাড়ি। এই জলের গাড়ি থেকে সহজেই জল পাচ্ছেন সাধারণ মানুষ। বহু মানুষ উপকৃত হচ্ছেন এই জলের গাড়ি থেকে। বন্যার পর থেকেই এই পরিষেবা চালু হয়েছে। এই পরিষেবার সুবিধা পেয়ে অমিত রায় মহাশয় জানান নিঃসন্দেহে পিএইচইডি এর একটি দারুন উদ্যোগ। দিলীপ মিশ্র মহাশয় জানান বন্যা ও বন্যা পরবর্তী সময়ে অন্যভাবে জল দেওয়া হয়। তবে এই প্রথম বন্যার পর এই ভাবে জল দেয়া হচ্ছে। এই পরিষেবার জন্য সাধারণ মানুষ সহজেই জল পাচ্ছেন। এই পরিসেবা দুর্গাপুজো পর্যন্ত যদি চলে তাহলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন বলে তিনি জানান।  মনসুকার   পিএইচইডি এর ১নং অপারেটর  রাজু আদক এর তত্ত্বাবধানে এই কাজ শুরু চলছে। এই জলের গাড়ি চালক গনেশ দোলুই জানান রাস্তা খারাপের জন্য আম...