দীর্ঘগ্রামের রাসমেলায় রক্ত দান শিবির

শ্যামল রং, "মনসুকা খবর" মনসুকা: সৃজনশীল সংঘের উদ্যোগে ও পরিচালনায় দীর্ঘগ্রাম ঘোড়ুই ঘাট চাতালগোড়ায় প্রতি বছরের ন্যায় এবারও রাস উৎসব ও মেলা চলছে। এই মেলা উপলক্ষে বেশ কয়েকদিন অনুষ্ঠানের আয়োজন করেছেন মেলা কর্তৃপক্ষ। আজ সকালে রক্ত দান শিবির অনুষ্ঠিত হল ।


এই রক্ত দান শিবিরে বহু মানুষ রক্ত দিয়েছেন। এই রক্ত দান শিবির উদ্বোধন করেন ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলাই মহাশয় এবং মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাত্রি পন্ডিত সাতিক মহাশয়া , উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সজল চৌধুরী মহাশয়। মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় চোলাই মদের নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন । চোলাই মদ উচ্ছেদ অভিযানে দৃঢ় সংকল্প বদ্ধ। এই মনসুকা দীর্ঘগ্রাম এলাকায় চোলাই মদের শেষ দেখে ছাড়বেন।


শংকর দোলাই মহাশয় বলেন এত বন্যা পরিস্থিতির পরেও এখানকার মানুষ সাহস ও উদ্দোগ নিয়ে মেলা করছেন তাঁদেরকে ধন্যবাদ জানাই। তিনি ধন্যবাদ জানিয়েছেন রক্ত দাতাদের । বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন মনসুকা দীর্ঘগ্রাম এলাকায় যে বাঁশের সাঁকো গুলি আছে সেই গুলি অনেক শক্ত বাঁশ দিয়ে তৈরি। কেউ বা কোনো মিডিয়ার সাংবাদিক ভুল ভাবে প্রচার করেছেন ।


প্রতি বছরের ন্যায় এবারও রাস মেলা মূল মঞ্চে কৃষ্ণ ও রাধা কিছু গোপিনীদের নিয়ে নৃত্যরত অবস্থায় প্রতিমা তৈরি করা হয়েছে এবং দুই পাশে বিভিন্ন ঠাকুর বসানো হয়েছে। মেলার আকর্ষণীয় দোকান দানী বসেছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। 

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar