মাধবচক মিলন সংঘের পরিচালনায় রক্তদান শিবির

ঘাটালের মনসুকার মাধবচক গ্রামে মিলন সংঘের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এই বছরও সেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল।

ছবি পাঠিয়েছেন অঞ্জন মাইতি

এই অনুষ্ঠানটি আজ ১৪ ফেব্রুয়ারি বেলা ১০ টা থেকে শুরু হয়েছিল। ঐ সংঘের অন্যতম সদস্য সুব্রত দোলই মহাশয় বলেন এই রক্তদান শিবির আমাদের মিলন সংঘের একটি অবিচ্ছেদ্য অংশ তবে আমরা করোনা কালীন সময়ে ২ বছর এই রক্তদান কর্মসূচি করতে পারিনি। এই বছরও সেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করলাম । আমাদের মিলন সংঘের পরিচালনায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ব্লাড ব্যাংক সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়েছে।
ছবি পাঠিয়েছেন মানস পাত্র

এই শিবিরে ৬০ জন রক্ত দানের পারমিশন ছিল তবে মোট ৫৭ জন রক্তদাতা রক্ত দিয়েছেন বলে জানিয়েছেন। তিনি আরো জানান এই কর্মসূচি সম্পন্ন করতে পেরে মিলন সংঘের প্রতিটি সদস্য এবং রক্ত দাতারা সকলেই ভীষণ খুশি।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের এডিটর। মনসুকা খবরে আপনি যেকোনো খবর, ভিডিও, তথ্য বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফোন বা হোয়াটসঅ্যাপ: ৯৭৭৫৭৩২৫২৫

নবীনতর পূর্বতন
Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar