হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ফিরিয়ে দিলেন মনসুকা স্কুলের শিক্ষক

মনসুকায় এক মহিলা টাকার ব্যাগ হারিয়ে গিয়েছিল। তাঁকে সেই টাকার ব্যাগ ফিরিয়ে দিলেন মনসুকা স্কুলের শিক্ষক।

মানুষের টাকা হারিয়ে গেলে ফিরে পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তবে একেবারে যে ফিরে পাওয়া যায় না তাও কিন্তু নয়। স্বহৃদয় মানুষের হাতে পড়লে টাকা অবশ্যই ফিরে পাওয়া যায়। এরকম উদাহরণ বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। কোটি টাকার ব্যাগ ফিরে পাওয়া গেছে এরকম অনেক খবরও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।

ছবি পাঠিয়েছেন শিক্ষক সুধীন কুমার ভক্ত মহাশয়


এমন ঘটনা ঘটল আজ মনসুকায়। আজ মনসুকা দক্ষিণ খড়্গপুরের একটি মহিলার মানি ব্যাগ হারিয়ে গিয়েছিল। তবে সেই ব্যাগে কোটি টাকা ছিল না সেই মানিব্যাগে বারোশ টাকা ছিল। আর সেই ব্যাগটি কুড়িয়ে পেয়েছিলেন মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাজেদ আলী মহাশয়। ঐ মহিলাকে সেই টাকা সহ মানিব্যাগ ফিরিয়ে দিলেন শিক্ষক মহাশয় সাজেদ আলী বাবু। ওই মহিলা ধরেই নিয়েছিলেন ওই টাকা হারিয়ে গেছে তা আর পাওয়া যাবে না। কিন্তু তিনি জানতেন না তার টাকা শিক্ষক মহাশয় কুড়িয়ে পেয়েছেন। তিনি জানার পর শিক্ষক মহাশয়ের কাছে উপস্থিত হলে টাকা সেই টাকা ফিরিয়ে দেয়া হয়। তিনি নিজের টাকা ফিরে পেয়ে ভীষণ ভাবে খুশি। শিক্ষক মহাশয় শাজেদ আলী বাবু ওই টাকা ফিরিয়ে দিতে পেরে ভীষণ খুশি।

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar