Mansuka Bridge: প্রশ্ন উঠেছে আদৌ কি এই ব্রিজ সম্পন্ন হবে?

মনসুকা ব্রিজের উদ্বোধন দেড় বছর পার হয়ে যাওয়ার পরেও মনসুকা ব্রিজের গতি স্থিমিত দেখে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন আদৌ কি এই ব্রিজ সম্পন্ন হবে নাকি কেবলমাত্র লোক দেখানো কাজ হচ্ছে।

 আমরা জানি এই মনসুকা ব্রিজ তৈরীর কথা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকেই উঠে আসছে। তৎকালীন সময় থেকে কেবলমাত্র লোকদেখানো ভাবে কাজ করে মানুষকে বারবার ব্রীজের প্রলোভন দেখিয়ে ভোট আত্মসাৎ করেছে তৎকালীন সরকার।


2011 সালে পালা পরিবর্তনের মনসুকা একটি বড় ইসু ছিল মনসুকার এই কংক্রিটের ব্রিজ। পালাবদলের প্রায় 10 বছর পর শুরু হয়েছে এই ব্রিজ তৈরীর কাজ। এই ব্রিজ তৈরির কাজ শুরু হলেও গতি কিন্তু ধীরে।

 প্রথমে যে কয়েকটি পিলার তৈরি হয়েছে তা মাটির নিচে। যেগুলি পশ্চিম পাড়ে। পূর্ব পাড়ে পিলার তৈরি করার জন্য এক বছর আগে থেকে জল ঘেরা শুরু হয়েছিল তা আজও চলছে। তার মাঝে বেশ কয়েক বার বন্যা হয়ে গিয়েছে। সারা শীতকাল চলে গেল তখন কাজ কিছুই এগোইনি।
 এখন আবার শুরু হয়েছে কাজ। এখন বৈশাখ কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হলেই আবার স্থগিত হবে কাজ এমনটাই ঘটবে। গতবছর এই ভাবেই কাজ বন্ধ হয়েছিল। সাধারণ মানুষের মনে কালো মেঘের আনাগোনা আদৌও কি এই ব্রিজ সম্পন্ন হবে নাকি লোক দেখানো কাজ। উচ্চ পদস্থ কর্মকর্তাদের ও মন্ত্রীদের মত - 'কাজ শুরু হয়েছে হবে ... দ্রত কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি'। 

তবে অনেক মানুষ দাবি করেছেন বন্যার আগে নদীর ভেতর বাঁধ ভেঙে সরিয়ে নিতে হবে। না হলে নদীর ভীতর বাঁধে বন্যার জল ধাক্কা খেয়ে নদী বাঁধের ভাঙন সৃষ্টি করেছে এবং করবে। সাধারণ মানুষের আবেদন বর্ষার আগে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে ফেলুক

Shyamal Kumar Rong

আমি মনসুকা খবরের সাংবাদিক। খবর, ভিডিও, তথ্য, গল্প পাঠাতে যোগাযোগ করুন। ফোন/হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৩২৫২৫.

নবীনতর পূর্বতন

বিজ্ঞাপন

Mansuka khabar

বিজ্ঞাপন

Mansuka khabar
Mansuka khabar