আগামী ১১,১৪,১৬, ১৭ ও ১৮ আগষ্ট তারিখে পশ্চিমবঙ্গ সরকারের আদেশে ঘাটাল ব্লক প্রশাসন এর উদ্দোগে BDO অফিসে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দপ্তরের শিল্পের সমাধানে নামে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যা ওই দিন গুলোতে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এই ক্যাম্পে যে সব প্রকল্প গুলি থাকবে তা হলো :
১। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যা একটি ব্যবসার জন্য লোন পাওয়ার প্রকল্প এর জন্য আধার, প্যান ও ভোটার কার্ড, ব্যাঙ্কের নাম, একটি ছবি লাগবে
২। উদ্দম রেজিস্ট্রেশন :- এটি আপনার ব্যবসার আধার কার্ড এর জন্য প্রয়োজন আধার নো প্যান নো, ব্যাঙ্ক এ/সি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল Id
৩। হস্ত ও তাঁত শিল্পীদের নিবন্ধি করণ এর জন্য লাগবে আধার বা ভোটার কার্ড, ছবি ও মোবাইল মো: ৪। জেম রেজিস্ট্রেশন: এটি সরকারি ই কমার্স এর মাধ্যমে আপনি নিজের দ্রব্য ভূ ভারতের যেকোনো জায়গায় ও সরকারি প্রতিষ্ঠানে বিক্রি বা ক্রয় করতে পারবেন।
৫। প্যান রেজিস্ট্রেশন এখানে আপনার ব্যবসার জন্য প্যান রেজিট্রেশন করা হবে।
৬। এগ্রিকালচার ইনফাস্ট্রাকচার ফান্ড: এখানে কৃষি ও কৃষি যন্ত্র পাতি কেনার জন্য লোন দেয়া হয়।
৭। মাইনোরিটি সম্প্রদায়ের মানুষদের ব্যবসার জন্য সুবিধা আছে টার্ম লোগের এর জন্য লাগবে আধার, ভোটার, ট্রেড লাইসেন্স, পিকচার দোকানের) ও মাইনোরিটি গ্রুপ গুলোর জন্য আছে DLS লোনের।
৮। সিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষের জন্য আছে টার্ম লোন ও SHG গ্রুপ গুলোর জন্য আছে MSY লোন ।
৯। আছে নতুন ট্রেড লাইসেন্স বানানো ও তার রিনিউয়াল এর সুবিধা।
১০। উপস্থিত থাকবে ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্কিং সমস্যার জন্য।
১১। প্রত্যেকটি দোকান মালিককে আমন্ত্রিত করা হচ্ছে তাদের দোকান রেজিস্ট্রেশন করানোর জন্য ১২। প্রত্যেক টি SHG গ্রুপ তাদের ক্রেডিট লিংকেজ করতে পারবে এখানে।
১৩। শিক্ষার জন্য আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড
১৪। ইন্ডাস্ট্রি গুলোকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি লেড ট্রেনিং প্রোগ্রাম, এপ্রেন্টিসিপি ও রোজগার সেবা পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন করতে।
তামা বা জরীর কাজ যাঁরা করেন, তাঁরাও এই পরিষেবার সুযোগ নিতে পারেন।
ফর্মের প্রয়োজনে গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন আজই।
Tags
Ghatal